ভালোবাসার মূলমন্ত্র তোমারে জানাই ভালোবাসার গঠনতন্ত্র সঠিক হওয়া চাই এক মন সবার মনে যাওয়া আসা করতে নাই এক জন জনে জনে ভালোবাসা করতে নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসার মূলমন্ত্র তোমারে জানাই ভালোবাসার গঠনতন্ত্র সঠিক হওয়া চাই এক মন সবার মনে যাওয়া আসা করতে নাই এক জন জনে জনে ভালোবাসা করতে নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই এক মন এক জন একটি সিংহাসন শুধু একনায়কতন্ত্র করে যে শাসন ভালবাসার শাসনতন্ত্র বড়ই যে কঠিন একটি ভুলে দুইটি জীবন যায় হয়ে বিলীন বারো বছর বরশি কেনো বাইলো চণ্ডীদাস এক জনের জন্য কেন করলো হা-হুতাশ দেবদাস তিলে তিলে পুড়ে কেন হলো ছাই কত না উদাহরণ কাব্যগ্রন্থে দেখতে পাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই খাঁটি প্রেম স্থায়ী হবে হাজারও বাধা কোনো ষড়যন্ত্র জয়ী হবে না সেথা ভালোবাসার প্রার্থী যারা জেনে রাখা চাই যখন তখন মনটা বদল প্রেমের মঞ্চে নাই শাজাহান তাজমহল শুধুই গড়ে নাই রোমিওর প্রেম থেকে কী শিক্ষা পাই? লাইলীর আঁধার জীবন ইতিহাসে দেখতে পাই কারো জীবনমাঝে কোনো দ্বৈত প্রেমের গল্প নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসার মূলমন্ত্র তোমারে জানাই ভালোবাসার গঠনতন্ত্র সঠিক হওয়া চাই এক মন সবার মনে যাওয়া আসা করতে নাই এক জন জনে জনে ভালোবাসা করতে নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই ভালোবাসায় গণতন্ত্র এমন মন্ত্র লেখা নাই