বলো না, আরো কিছু বলো না চলো না, আরো দূরে চলো না ছলনা, আর তো নয় ছলনা খেলো না, প্রেমের খেলা খেলো না তুমি আমায় ভুলো না তুমি আমায় ভুলো না ♪ আসো যদি ঝড়ে, ফুলেরই বৃষ্টি কী করে যে ফেরাই আমার এই দৃষ্টি ♪ হাসো না, আরো তুমি হাসো না বাসো না, আরো ভালোবাসো না ছলনা, আর তো নয় ছলনা খেলো না, প্রেমের খেলা খেলো না তুমি আমায় ভুলো না তুমি আমায় ভুলো না ♪ কাছে যদি এলে, ভুলো গো দ্বন্দ্ব করো না যাচাই ভালো কি মন্দ ♪ এসো না, আরো কাছে এসো না মিশো না, প্রাণে-প্রাণে মিশো না ছলনা, আর তো নয় ছলনা খেলো না, প্রেমের খেলা খেলো না তুমি আমায় ভুলো না তুমি আমায় ভুলো না বলো না, আরো কিছু বলো না চলো না, আরো দূরে চলো না ছলনা, আর তো নয় ছলনা খেলো না, প্রেমের খেলা খেলো না তুমি আমায় ভুলো না তুমি আমায় ভুলো না