তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর, কত লিটার দুধ করেছো পান তুমি এক বাটি দুধ হাতে নিয়ে, মা জননীর কাছে গিয়ে এক বাটি দুধ হাতে নিয়ে, মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছো ও কখনো কি বলিয়াছো, "মাগো, আপনি খান" তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান ♪ যঠরেতে গড়তে তোমার অতি ক্ষুদ্র দেহখানি দশটি মাস আর দশটি দিনে কত রক্ত হলো পানি প্রসবেরই কি যন্ত্রণা সয়েছে মা আঁতুড় ঘরে দেহ থেকে তোমার দেহ কি কষ্টে সে ছিন্ন করে মা জননীর কাছে গিয়ে, দু'টি চরণ বুকে নিয়ে মা জননীর কাছে গিয়ে, দু'টি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছো ও কখনো কি বলিয়াছো, "আপনি মেহেরবান" তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান ♪ ছোট ছোট হাত পা তোমার, সময় মতো আহার দিয়ে মা জননী করলো বড় বুকে পিঠে কোলে নিয়ে পাখির মতো ধীরে ধীরে ফুটিয়েছে মুখে বুলি কত রাত্রি জেগেছে মা, অগণিত সে রাতগুলি মা জননীর কাছে গিয়ে, দু'টি চরণ বুকে নিয়ে মা জননীর কাছে গিয়ে, দু'টি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছো ও কখনো কি বলিয়াছো, "আপনার অবদান" তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান তুমি এক বাটি দুধ হাতে নিয়ে, মা জননীর কাছে গিয়ে এক বাটি দুধ হাতে নিয়ে, মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছো ও কখনো কি বলিয়াছো, "মাগো, আপনি খান" তুমি কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান