তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
কী ব্যথা লুকানো বুকেতে, বলো না
করো না, করো না কোনো ছল
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
♪
তুমি সেই তুমি নেই আজ
যেন কোনো বিধবারই আজ এই সাজ
তুমি সেই তুমি নেই আজ
যেন কোনো বিধবারই আজ এই সাজ
এলোমেলো সব কথা, মন উদাসী
এলোমেলো সব কথা, মন উদাসী
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
♪
তুমি যার তুমি তার নও
বঁধু হয়ে বুকেরই মাঝে তুমি রও
তুমি যার তুমি তার নও
বঁধু হয়ে বুকেরই মাঝে তুমি রও
আজও আমি তোমাকেই ভালোবাসি
আজও আমি তোমাকেই ভালোবাসি
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
কী ব্যথা লুকানো বুকেতে, বলো না
করো না, করো না কোনো ছল
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
তোমার মুখে হাসি, কেন দু'চোখে জল?
কী ব্যথা লুকানো বুকেতে, বলো না
করো না, করো না কোনো ছল
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri