লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) হারাইয়াছি মনের মানুষটারে হারাইয়াছি আমি এই আমারে হারাইয়াছি মনের মানুষটারে হারাইয়াছি আমি এই আমারে এই যে আমায় দেখিতেছো এই যে আমায় দেখিতেছো, এ তো আমি নই রে লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) ♪ সে ছিল রে প্রাণের ইঞ্জিন, বগি আমার দেহ অন্তরনগর ইস্টিশনে জানে না তো কেহ রে জানে না তো কেহ সে ছিল রে প্রাণের ইঞ্জিন, বগি আমার দেহ অন্তরনগর ইস্টিশনে জানে না তো কেহ রে জানে না তো কেহ ইঞ্জিন-বগির বিচ্ছেদব্যথা ইঞ্জিন-বগির বিচ্ছেদব্যথা একা আমি সই রে লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) ♪ জীবন আমার দমের ঘড়ি, সে ছিল রে চাবি সময়েরই কাঁটা বন্ধ হবে কখন ভাবি রে হবে কখন ভাবি জীবন আমার দমের ঘড়ি, সে ছিল রে চাবি সময়েরই কাঁটা বন্ধ হবে কখন ভাবি রে হবে কখন ভাবি সপ্তম আসমান সমান কষ্ট সপ্তম আসমান সমান কষ্ট একা আমি বই রে লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) হারাইয়াছি মনের মানুষটারে হারাইয়াছি আমি এ আমারে হারাইয়াছি মনের মানুষটারে হারাইয়াছি আমি এ আমারে এই যে আমায় দেখিতেছো এই যে আমায় দেখিতেছো এ তো আমি নই রে লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে) লন্ঠন জ্বালাইয়া খুঁজি দিবস ও নিশিতে আমি কই রে (আমি কই রে)