বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমতো ভেজাও হৃদয় ভূমি
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমতো ভেজাও হৃদয় ভূমি
বৃষ্টি-দিনে তোমার সাথে হয়েছিল পরিচয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
♪
চেনা শহর ছেড়ে থাকো বহুদূরে
বুকের ভেতর বাজো ভালোবাসার সুরে
চেনা শহর ছেড়ে থাকো বহুদূরে
বুকের ভেতর বাজো ভালোবাসার সুরে
ভাবনাতে তাই তোমার মাঝেই খুঁজে ফিরি আশ্রয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
♪
অবুঝ স্বপ্ন সাজে তোমাকে ঘিরে
দ্বিধার দেয়াল ভেঙে এসো তুমি ফিরে
অবুঝ স্বপ্ন সাজে তোমাকে ঘিরে
দ্বিধার দেয়াল ভেঙে এসো তুমি ফিরে
ভাবনাতে তাই তোমার মাঝেই খুঁজে ফিরি আশ্রয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমতো ভেজাও হৃদয় ভূমি
বৃষ্টি-দিনে তোমার সাথে হয়েছিল পরিচয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri