Kishore Kumar Hits

Kumar Bishwajit - Ekdin Amaro Chilo Ghor şarkı sözleri

Sanatçı: Kumar Bishwajit

albüm: Dhaka Dream


একদিন আমারও ছিল রে ঘর
আমার ছিল ঘর
হায় রে, আমারও ছিল রে ঘর
আমার ছিল ঘর
নদীর স্রোতে ভাইঙ্গা নিলো
ভাঙ্গিলো অন্তর
আমার ছিল ঘর রে
আমার ছিল ঘর

ও, তিন উঠানের বাড়ি ছিল
বাড়ির সামনে বাগান ছিল
মাচান ভরা সবজি ছিল
খাইতাম বছরভর
হায় রে, খাইতাম বছরভর
হায় রে, আমরও ছিল রে ঘর
আমার ছিল ঘর

ও, ঘর-গেরস্থি সবই গেল
স্বপ্ন-আশা সব হারাইলো
বাঁচার আশাও তল হইলো
জলের অন্দরে রে
জলের অন্দর
হায় রে, আমারও ছিল রে ঘর
আমার ছিল ঘর
একদিন আমারও ছিল রে ঘর
আমার ছিল ঘর
হায় রে, আমারও ছিল রে ঘর
আমার ছিল ঘর
নদীর স্রোতে ভাইঙ্গা নিলো
ভাঙ্গিলো অন্তর
আমারও ছিল রে ঘর
আমার ছিল ঘর

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar