প্রতিটি শুরুর আছে শেষ তবু রয়ে যায় অবশেষ কাকে বলি স্মৃতি, বলি চিহ্ন কেন যে পথ হলো ভিন্ন তোমাকে ছাড়া স্বপ্ন আমি বুকে পুষিনি তোমাকে ছাড়া জীবন কেটে যাবে ভাবিনি তোমাকে ছাড়া স্বপ্ন আমি বুকে পুষিনি তোমাকে ছাড়া জীবন কেটে যাবে ভাবিনি ♪ যদি পারো, কোরো ক্ষমা মনে রেখো না তো ভুল জমা জানতে পারোনি তো হৃদয় আমারও হলো বিদীর্ণ কেন যে পথ হলো ভিন্ন প্রতিটি শুরুর আছে শেষ তবুও রয়ে যায় অবশেষ ♪ বলে যাই "ভালো থেকো" সুখগুলো পারো তো ধরে রেখো মনে পড়ে গেলেও হারানো আবেগে হয়ো না ছিন্ন কেন যে পথ হলো ভিন্ন কাকে বলি স্মৃতি, বলি চিহ্ন কেন যে পথ হলো ভিন্ন তোমাকে ছাড়া স্বপ্ন আমি বুকে পুষিনি তোমাকে ছাড়া জীবন কেটে যাবে ভাবিনি তোমাকে ছাড়া স্বপ্ন আমি বুকে পুষিনি তোমাকে ছাড়া জীবন কেটে যাবে ভাবিনি প্রতিটি শুরুর আছে শেষ তবু রয়ে যায় অবশেষ