নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন
সে বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িলো কাইন্দন গো, জুড়িলো কাইন্দন
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন
সে বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িলো কাইন্দন গো, জুড়িলো কাইন্দন
কাইন্দো না, কাইন্দো না, কইন্যা
কাইন্দো না, কাইন্দো না, কইন্যা, না কান্দিয়ো আর
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার
♪
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু
সেই কচু বেইচ্যা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু
সেই কচু বেইচ্যা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো কলা
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা
♪
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা বানাইলো চৌকারি
চৌদিকে মালঞ্চের বেড়া, আয়না সারি সারি গো, আয়না সারি সারি
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা বানাইলো চৌকারি
চৌদিকে মালঞ্চের বেড়া, আয়না সারি সারি গো, আয়না সারি সারি
হাঁস মারলাম, কইতর মারলাম
হাঁস মারলাম, কইতর মারলাম, মাইজ্জা মারলাম টিয়া
ভালো কইরা রাইন্ধো বেঙ্গুন কালাজিরা দিয়া গো, কালাজিরা দিয়া
ভালো কইরা রাইন্ধো বেঙ্গুন কালাজিরা দিয়া গো, কালাজিরা দিয়া
♪
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন
সে বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িলো কাইন্দন গো, জুড়িলো কাইন্দন
নয়া বাড়ি লইয়া রে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন
সে বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িলো কাইন্দন গো, জুড়িলো কাইন্দন
কাইন্দো না, কাইন্দো না, কইন্যা
কাইন্দো না, কাইন্দো না, কইন্যা, না কান্দিয়ো আর
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার
তোমার গলার হার গো, তোমার গলার হার
তোমার গলার হার গো, তোমার গলার হার
Поcмотреть все песни артиста