কাঠের ঘোড়া, মাটির ময়না নকশিকাঁথা, পুথির গয়না কাঠের ঘোড়া, মাটির ময়না নকশিকাঁথা, পুথির গয়না প্রাচীন হলে অচিন কথা নয় তার মাঝে পাই আমার পরিচয়, ভাই রে তার মাঝে পাই আমার পরিচয় আরে, কাঠের ঘোড়া, মাটির ময়না নকশিকাঁথা, পুথির গয়না ♪ এই আমি তো হাজার-লক্ষ-কোটি বছরে এই আমি তো হাজার-লক্ষ-কোটি বছরে আমি আসি, আমি তো যাই, আমি আসি ফের আমি আসি ফের এই আমাকে খুঁজে খুঁজে- এই আমাকে খুঁজে খুঁজে কালের হাওয়া বয় তার মাঝে পাই আমার পরিচয় তার মাঝে পাই আমার পরিচয় ♪ সেই কবে মাটির বক্ষে জেগে উঠলো প্রাণ আরে, সেই কবে এই মাটির বক্ষে জেগে উঠলো প্রাণ সেদিন থেকে নিজের খোঁজে আমি করি গান আমি করি গান সেই ধারাতেই কালে কালে- সেই ধারাতেই কালে কালে সৃজন পূর্ণ হয় তার মাঝে পাই আমার পরিচয় তার মাঝে পাই আমার পরিচয় কাঠের ঘোড়া, মাটির ময়না নকশিকাঁথা, পুথির গয়না কাঠের ঘোড়া, মাটির ময়না নকশিকাঁথা, পুথির গয়না প্রাচীন হলে অচিন কথা নয় তার মাঝে পাই আমার পরিচয়, হায় রে তার মাঝে পাই আমার পরিচয় তার মাঝে পাই আমার পরিচয়, ভাই রে তার মাঝে পাই আমার পরিচয়