Kishore Kumar Hits

Momtaj - Dheere Dheere Jayore şarkı sözleri

Sanatçı: Momtaj

albüm: Bondhur Khobor


তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে

চাঁদনি রাইতে আইসো, বন্ধু রে, ও বন্ধু চান্দেরই বাহার
তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার, বন্ধু রে
চাঁদনি রাইতে আইসো, বন্ধু রে, ও বন্ধু চান্দেরই বাহার
তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার, বন্ধু রে
তোমার আত্মাতে আত্মা মিশাইয়া লইয়ো রে
তোমার আত্মাতে আত্মা মিশাইয়া লইয়ো রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে

যেদিন আমি যাবো চলে রে, ও বন্ধু, আমার আপন বাড়ি
বাজার থেকে আইনা দিও সাদা মার্কিন শাড়ি, বন্ধু রে
যেদিন আমি যাবো চলে রে, ও বন্ধু, আমার আপন বাড়ি
বাজার থেকে আইনা দিও সাদা মার্কিন শাড়ি, বন্ধু রে
তোমার নিজ হাতে নববধূ সাজাইয়ো রে
তোমার নিজ হাতে নববধূ সাজাইয়ো রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে

আমার বিয়ার বরযাত্রী রে, ও বন্ধু, চারজনা রে দেখি
তারা একদিন যাবে চলে আমায় দিয়া ফাঁকি, বন্ধু রে
আমার বিয়ার বরযাত্রী রে, ও বন্ধু, চারজনা রে দেখি
তারা একদিন যাবে চলে আমায় দিয়া ফাঁকি, বন্ধু রে
বাউল চাঁন মিয়ারে সঙ্গে করে নিও রে
বাউল চাঁন মিয়ারে সঙ্গে করে নিও রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
তুমি এক ধেয়ানে আমার দিকে চাইয়ো রে
ও দুঃখির বন্ধুয়া রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে
তুমি ধীরে ধীরে ধীরে ধীরে যাইয়ো রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar