Kishore Kumar Hits

Momtaj - Ochin Bondhu Re şarkı sözleri

Sanatçı: Momtaj

albüm: Bondhur Khobor


অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
ভাঙিলে যে ঘর উঠে না দুই খুঁটির উপর
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?

শেষ হলো না ঘরের খেলা, অন্তরে অনন্ত জ্বালা
শেষ হলো না ঘরের খেলা, অন্তরে অনন্ত জ্বালা
থাকতে খেলা ভাঙে যদি ঘর
ও বন্ধু রে, থাকতে খেলা ভাঙে যদি ঘর
কত খেলা রইলো মনে, ভাঙলে এ ঘর বাঁধলে কেনে?
আর কি হবে এই জীবনে এত সাধের ঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?

মাওলা, তোমার আজব লীলা, জীবদেহে লাগাইছো দোলা
মাওলা, তোমার আজব লীলা, জীবদেহে লাগাইছো দোলা
তোমার খেলা বুঝার সাধ্য কার?
ও বন্ধু রে, তোমার খেলা বুঝার সাধ্য কার?
ইচ্ছাময়ী নামটি ধরো, যা ইচ্ছা তাই করতে পারো
রাখো-মারো, সবই পারো তোমার ইচ্ছার 'পর
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?

এই দেহেতে ঘুণ লাগিয়া ঘরের খুঁটি ফেলছে খাইয়া
এই দেহেতে ঘুণ লাগিয়া ঘরের খুঁটি ফেলছে খাইয়া
ঘরের চালা করতেছে নড়বড়
ও বন্ধু রে, ঘরের চালা করতেছে নড়বড়
গেন্দু বলে, "ও মালেক সাঁই, এই ঘরের আর ভরসা নাই
কখন যেন নেয় উড়াইয়া এসে কালের ঝড়"
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
ভাঙিলে যে ঘর উঠে না দুই খুঁটির উপর
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?
অচিন বন্ধু রে, কেন বা বাঁধিলে খেলাঘর?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar