কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় এই বয়সে এত জ্বালা সই মনের কথা কার কাছে কই? কার কাছে কই? কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় এই বয়সে এত জ্বালা সই মনের কথা কার কাছে কই? কার কাছে কই? ♪ টাকা-পয়সা, বাড়ি-গাড়ি আছে বাবার জমিদারি টাকা-পয়সা, বাড়ি-গাড়ি আছে বাবার জমিদারি কইতে না'রি, সইতে না'রি কইতে না'রি, সইতে না'রি জ্বালা যে অথৈ কার কাছে কই? কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় এই বয়সে এত জ্বালা সই মনের কথা কার কাছে কই? কার কাছে কই? ♪ কী করে সই বুঝাই জ্বালা? এত সুখেও মন উতালা কী করে সই বুঝাই জ্বালা? এত সুখেও মন উতালা কাছে পেলে দিতাম মালা কাছে পেলে দিতাম মালা সে আশাতে রই কার কাছে কই? কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় এই বয়সে এত জ্বালা সই মনের কথা কার কাছে কই? কার কাছে কই? ♪ মনের ঘরে দিন দুপুরে অচেনা চোর হানা মারে মনের ঘরে দিন দুপুরে অচেনা চোর হানা মারে ক্ষণে ক্ষণে বারে বারে ক্ষণে ক্ষণে বারে বারে দিশেহারা হই কার কাছে কই? কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় এই বয়সে এত জ্বালা সই মনের কথা কার কাছে কই? কার কাছে কই? কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় কোকিল ডাকে গাছের শাখায় ঘরে একা থাকা যে দায় এই বয়সে এত জ্বালা সই মনের কথা কার কাছে কই? কার কাছে কই?