Kishore Kumar Hits

Momtaj - Amar Bondhuar Lagia şarkı sözleri

Sanatçı: Momtaj

albüm: Moyna


আমার বন্ধুয়ার লাগিয়া সদাই জ্বলে হিয়া
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?
আমার বন্ধুয়ার লাগিয়া সদাই জ্বলে হিয়া
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?

কলঙ্কি বানাইয়া আমায় একেলা ফেলিয়া
লোক সমাজে করলায় দোষী কিসের লাগিয়া?
কলঙ্কি বানাইয়া আমায় একেলা ফেলিয়া
লোক সমাজে করলায় দোষী কিসের লাগিয়া?
আমার বন্ধুয়ার লাগিয়া সদাই জ্বলে হিয়া
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?

বসন্তেরই কালে কোকিল ডাকে ডালে বইয়া
কোকিলার কুহু সুরে প্রাণটি নেয় কাড়িয়া
বসন্তেরই কালে কোকিল ডাকে ডালে বইয়া
কোকিলার কুহু সুরে প্রাণটি নেয় কাড়িয়া
আমার বন্ধুয়ার লাগিয়া সদাই জ্বলে হিয়া
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?

এত নিষ্ঠুর কেন বন্ধু গেলায় তুমি হইয়া?
পাইলে বন্ধু হইবো সুখী, রাজায় কয় ভাবিয়া
এত নিষ্ঠুর কেন বন্ধু গেলায় তুমি হইয়া?
পাইলে বন্ধু হইবো সুখী, রাজায় কয় ভাবিয়া
আমার বন্ধুয়ার লাগিয়া সদাই জ্বলে হিয়া
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?
কোথায় রইলো প্রাণের বন্ধু আমারে ভুলিয়া?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar