Kishore Kumar Hits

Momtaj - Ful Jodi Shukaiya Jay şarkı sözleri

Sanatçı: Momtaj

albüm: Bondhu Bari Aylona


আমার মনের কথা লইয়া রে
আমার প্রাণের কথা লইয়া রে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
আমার মনের কথা লইয়া রে
আমার প্রাণের কথা লইয়া রে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
যা রে পাখি বন্ধু যেথায় আছে

যে আগুনে পুড়ে অন্তর, দেখা নাহি যায়
দেখাইবার হইলে আগুন দেখাইতাম সবায়
যে আগুনে পুড়ে অন্তর, দেখা নাহি যায়
দেখাইবার হইলে আগুন, ও, আমি দেখাইতাম সবার
ভিতরে ভিতরে আমায় সদাই জ্বলাইতাছে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
আমার মনের কথা লইয়া রে
আমার প্রাণের কথা লইয়া রে
যা রে পাখি বন্ধু যেথায় আছে

যত ব্যথা লুকায় আছে অভাগিনীর বুকে
কইতে না'রি লোক সমাজে, সরে না এ মুখে
যত ব্যথা লুকায় আছে অভাগিনীর বুকে
কইতে না'রি লোক সমাজে, সরে না এ মুখে
আছি আমি কত সুখে কই না কারো কাছে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
আমার ভাব কথাটা লইয়া রে
আমার প্রাণের কথা লইয়া রে
যা রে পাখি বন্ধু যেথায় আছে

বন্ধু বিনে পাখি আমার কে আছে আপন
সে বিনে আর কে বুঝিবে এ অভাগীর মন
বন্ধু বিনে পাখি আমার কে আছে আপন
সে বিনে আর কে বুঝিবে সই রে এই অভাগীর মন
সে যে আমার মানিক রতন, কেমনে ভুইলা গেছে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
আমার মনের কথা লইয়া রে
আমার প্রাণের কথা লইয়া রে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
যা রে পাখি বন্ধু যেথায় আছে
যা রে পাখি বন্ধু যেথায় আছে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar