টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না ও, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না সোনাদানা, গয়নাগাটি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না ও, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না ♪ অনেক জমা, অনেক জমি, কত না দেশ-বিদেশ ভ্রমি এই দুনিয়ার আরাম-আয়েশ আখেরে কি পাইবা তুমি? অনেক জমা, অনেক জমি, কত না দেশ-বিদেশ ভ্রমি এই দুনিয়ার আরাম-আয়েশ আখেরে কি পাইবা তুমি? সাড়ে তিন হাত জমির বেশি সাড়ে তিন হাত জমির বেশি কেউ তো দেবে না সোনাদানা, গয়নাগাটি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না ♪ সেবো পিতা মা জননী, পুত্র কন্যা, ভাই ভগিনী মিলে লক্ষ স্বজন বান্ধব শুধুই পথের চেনা চিনি সেবো পিতা মা জননী, পুত্র কন্যা, ভাই ভগিনী মিলে লক্ষ স্বজন বান্ধব শুধুই পথের চেনা চিনি সঙ্গের বন্ধু দয়াল ছাড়া সঙ্গের বন্ধু দয়াল ছাড়া কেউ তো হবে না সোনাদানা, গয়নাগাটি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না ও, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না সোনাদানা, গয়নাগাটি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না এক টুকরো কাপড় ছাড়া কিছুই যাবে না টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না ও, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না