ভ্রমেছি পৃথিবী, দেখেছি কত না দেশ বাংলার রূপের পাইনি তো কোনো শেষ আকাশে বাতাসে মানুষের ভালোবাসা হৃদয় কেড়েছে শ্যামল বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ ♪ গ্রীষ্ম-বর্ষা-হেমন্তে, শরৎ-শীত-বসন্তে জীবনের রঙে রঙিন একটি দেশ হৃদি হরণের নেই তার কোনো শেষ রক্তে আমার মিশেছে বাংলাদেশ, মিশেছে বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ ♪ সবুজ বনানী ঘেরা পাহাড় ঝর্ণা ভ্রমে লাখো শহীদের রক্তস্নাত এই পবিত্র ভূমে জন্মের সুখ আমাকে বারবার যায় চুমে ধরণীর সেরা আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ ♪ নদী, পাখি, আর সাগরের ঢেউয়ে মিশে স্নিগ্ধ জোছনায় মাতাল হাওয়ায় ভেসে মরিতেও চাই এই দেশ ভালোবেসে হৃদয়ে অম্লান প্রিয় আমার বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ