অজুহাতে চাইছি আবার কাছে একটু যদি আমার সব মিথ্যেগুলোর সত্যি খুঁজে যাওয়া আজ প্রশ্ন এলো হঠাৎ, কেন আঙুল ছুঁলো না হাত? চলে গেলে, রেখে গেলে ক্ষত অগাধ দূরত্ব আসলে ভয়, ভালোবাসতে জানতে হয় তাই যন্ত্রণা ঘিরে ধরে আমায় অপেক্ষায়, অপেক্ষায়, অপেক্ষায়, তোর অপেক্ষায় ♪ তোর আদর আগলে রাখছি আমি রোজ তাও তোর মনটা খোঁজে অন্য কারোর হাত জানি তুই যে আর ফিরবি না কোনোদিন ভালো থাকিস, আর দিতে হবে না অজুহাত দূরত্ব আসলে ভয়, ভালোবাসতে জানতে হয় তাই যন্ত্রণা ঘিরে ধরে আমায় অপেক্ষায়, অপেক্ষায়, অপেক্ষায়, তোর অপেক্ষায় অজুহাতে চাইছি আবার কাছে একটু যদি আমার সব মিথ্যেগুলোর সত্যি খুঁজে যাওয়া আজ প্রশ্ন এলো হঠাৎ, কেন আঙুল ছুঁলো না হাত? চলে গেলে, রেখে গেলে ক্ষত অগাধ দূরত্ব আসলে ভয়, ভালোবাসতে জানতে হয় তাই যন্ত্রণা ঘিরে ধরে আমায় অপেক্ষায়, অপেক্ষায়, অপেক্ষায়, তোর অপেক্ষায়