Kishore Kumar Hits

Durnibar Saha - Bhalo Achi Bhalo Theko (Sad) şarkı sözleri

Sanatçı: Durnibar Saha

albüm: Vanga Deslai


আমার ভিতরে বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে
আমার ভেতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তার সুখ
ঢেকে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তার সুখ
তেমনি তোমার নিবিড় চলা
তেমনি তোমার নিবিড় চলা
হৃদয়ের নীল বন্দরে
আমার ভিতরে বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
পুষে রাখে যেমন কুসুম
পাপড়ির আবঢালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় ছোঁয়া
হুম. ও... তেমনি তোমার নিবিড় ছোঁয়া
মরমের মন পথ ধরে
আমার ভেতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি ও এ হে হে হে
দিও তোমার মালখানি
বাউলের এই মনটারে
আমার ভিতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরও বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar