Kishore Kumar Hits

Gouri Ghosh - Tumi Chhere Chhile şarkı sözleri

Sanatçı: Gouri Ghosh

albüm: E Parobase


তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
মলিন বদন, মলিন হৃদয়
শোকে প্রাণ ডুবে রয়েছে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে

বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা
বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা
দরশন নেব তবে চলে যাব
দরশন নেব তবে চলে যাব
অনেক দিনের বাসনা
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে

"নাথ নাথ" বলে ডাকিব তোমারে
চাহিব হৃদয়ে রাখিতে
কাতর প্রাণের রোদন শুনিলে
আর কি পারিবে থাকিতে
"নাথ নাথ" বলে ডাকিব তোমারে
চাহিব হৃদয়ে রাখিতে
কাতর প্রাণের রোদন শুনিলে
আর কি পারিবে থাকিতে
ও অমৃতরূপ দেখিব যখন
মুছিব নয়নবারি হে
ও অমৃতরূপ দেখিব যখন
মুছিব নয়নবারি হে
আর উঠিব না, পড়িয়া রহিব
আর উঠিব না, পড়িয়া রহিব
চরণতলে তোমারি হে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে
মলিন বদন, মলিন হৃদয়
শোকে প্রাণ ডুবে রয়েছে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar