Kishore Kumar Hits

Gouri Ghosh - Ami Hridayete Poth şarkı sözleri

Sanatçı: Gouri Ghosh

albüm: Sure Baje Moner Majhe


আমি হৃদয়েত পথ কেটেছি
সেথায় চরণ পড়ে
তোমার সেথায় চরণ পড়ে
তাই তো আমার সকল পরান
কাঁপছে ব্যথার ভরে গো
কাঁপছে থরথরে
ব্যথা-পথের পথিক তুমি
চরণ চলে ব্যথা চুমি
কাঁদন দিয়ে সাধন আমার
চিরদিনের তরে গো
চিরজীবন ধরে
নয়নজলের বন্যা দেখে
ভয় করি নে আর
আমি ভয় করি নে আর
মরণ-টানে টেনে আমায়
করিয়ে দেবে পার
আমি তরব পারাবার
ঝড়ের হাওয়া আকুল গানে
বইছে আজি তোমার পানে
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি
ঠেকব চরণ 'পরে
আমি বাঁচব চরণ ধরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar