Kishore Kumar Hits

Gouri Ghosh - Krisno Dhar şarkı sözleri

Sanatçı: Gouri Ghosh

albüm: Hridoybondhu Mor


বৈশাখে তুমি সূর্যসনাথ, শ্রাবণেতে গাঙ্গেয়
সমুদ্রে আজ আকাশ প্রহরী মৈনাক জঙ্গম
আর রাত্রিটা যত প্রাচীনই হোক না
এবারের আশ্বিনে স্থাবর এ মন চঞ্চল হবে অস্থির কল্লোলে
হঠাৎ যদি বা তোমাকেই খুঁজি বিবর্ণ নগরীতে
পদাতিক মনে তুমিই এখনও জীবনের বিস্ময়
কিন্তু উতলা রজনী শাঙনে বিচলিত সন্ধ্যায়
ভূর্জপত্রে কোনো কবিতাই হয় না স্বাক্ষরিত
তবুও এ কথা নিশ্চিত জেনো নির্দ্বিধ প্রত্যয়ে
তোমাকে চেয়েছি প্রাত্যহিকের নিদারুণ সংগ্রামে
বৈশাখে চাই, শ্রাবণে চেয়েছি, চৈত্রের রাত্রিতে
তোমার প্রেরণা আমাকে করেছে সমুদ্রসম্ভব

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar