৩১ শে আগস্ট ১৯৫৯, কলকাতা
তোমার আকাশ ঘিরে বিদ্রোহের আগুন
তোমার আকাশ ঘিরে ঝরের পূর্বাভাস
মেঘের অন্ধকারে হারিয়ে গেছে রাজভবনের রাজপথ
পিচঢালা উত্তপ্ত পথে শুধু বিদ্রোহের আগুন
কার্জন পার্ক নও তুমি জালিয়ানলা বাঘ
কিন্তু তোমার বুকের তলে নির্যাতিত নিরন্ন মানুষের কান্না
নিশীথ রাত্রি, রাত্রি অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে ফিরে
তোমার সবুজ দূর্বাঘাস বৃষ্টিত কুঞ্জবনে
ডায়াসের পদধ্বনি বারবার জেগে ওঠে
৩১ শে আগস্ট মধ্যাহ্নের প্রখর সূর্যতাপে
কলকাতার মানচিত্র ঘিরে
রক্তের হোলিখেলায় জন্ম নেয়
এক নতুন জালিয়ানলা বাঘ
রাজভবনের আকাশ ঘিরে ধূমায়িত বারুদের গন্ধ
পায়ের নিচে তপ্ত পিচঢালা পথে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri