Kishore Kumar Hits

Gouri Ghosh - Ghonta Beje Uthuk şarkı sözleri

Sanatçı: Gouri Ghosh

albüm: Uttorer Haowa, Vol. 2


ঘণ্টা বেজে উঠুক
চারিদিকে শকুনের ডানার শব্দ
অন্ধকারে হায়েনার চোখ জ্বলে
নিঃশব্দে ষড়যন্ত্রের মন্ত্রণা
রক্তের নেশায় ছড়ায় বিষাক্ত বিষের ধোঁয়া
চারিদিকে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল বিছিয়ে
তরুণ তাজা প্রাণ হননে হয়ে ওঠে দক্ষ শিকারি
শিকারির প্রাসাদ ভরে ওঠে সদ্য প্রস্ফুটিত গোলাপের রক্তে
আমাদের রক্তে ওদের উল্লাস, আমাদের কবরে ওদের উৎসব
বন্ধু, সময় আসন্ন, ঝড়ের সংকেত প্রকৃতির আকাশে-বাতাসে
এবার কবরের মুখ খুলে, চিতার আগুনে মশাল জ্বেলে
এসো, একসঙ্গে লৌহকপাটের সামনে গিয়ে দাঁড়াই
হাজার হাজার জীবন নিয়েছে যারা ছিনিয়ে
এবার তাদের রক্তের বিনিময়ে রক্তগোলাপের চাষ করে
এসো, আমরা কারাগারের দ্বার উদঘাটন করি
পয়লা মে, বিশ্বের নির্যাতিত মানুষের কলিজায় তোমার ঘণ্টা বেজে উঠুক
নতুন দিনের সূর্যের আগুন ছড়িয়ে পড়ুক হাজার হাজার কবরের বুকে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar