Kishore Kumar Hits

Gouri Ghosh - Mahger Toesha şarkı sözleri

Sanatçı: Gouri Ghosh

albüm: Uttorer Haowa, Vol. 2


মাঘের তোর্ষা
মাঘের শীতে তোর্ষার বালুচরে এখনও তেমনি করে কুয়াশা নামে
তেমনি করেই জ্যোৎস্নার ঢেউ মাড়িয়ে শিশির টুপটুপ শব্দে ঝরে পড়ে
বালুচরে রাত্রিঘিরে জাগে রোমাঞ্চ
অদূরে তেমনি করে শুভ্র বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা জেগে থাকে হিমালয়ের বুকে
শাল, সেগুন, পিয়ালের বন-অরণ্যে খরস্রোতা তোর্ষার কলতান
গর্জিত অহংকারে আছড়ে পড়ে নিস্তব্ধ রাত্রির স্তব্ধতা ভেঙে
নিঝুম-চাঁদনী-রাতে কেউ কোথাও জেগে নেই
কোকিলের কুহূকুহূ ডাকে দুচোখে স্বপ্ন ছড়ায়
জোনাকিরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় ঝাউবন আর দণ্ড কলসের ঝোপে ঝোপে
তারা যেন আলোর উৎসবে মেতে ওঠে
ডাহুকের ডাক এপার-ওপার তোর্ষার বালুচর ভেঙে
নিঃসঙ্গ মনে জন্ম দেয় রঙিন এক স্বপ্নের
সঙ্গিহীন নিস্তব্ধ রাত, তোর্ষার বিস্তীর্ণ বালুচর
একাকি নিঃশব্দ পদচারণা মৌনতার মিনার ঘিরে অতীতও জেগে ওঠে
শীতের কুয়াশা ভেদ করে এক এক করে অতীতও যেন জেগে ওঠে
তোর্ষার ঢেউয়ে ঢেউয়ে ছুঁয়ে যায় মনের কথারা অতীতও জেগে ওঠে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar