বহুদূরে আজ আমি বসে আছি
আমি একা বসে ভাবি সারাবেলা
তোমাদেরই কথা আজ মনে পড়ে
যখন আমার মনে হয় আমি অসহায়
স্নেহের আঁচল ছড়িয়ে দিয়েছো সারাদেহে, এই হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে
মা, তুমি কত আদরের, আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার
♪
যখন আমি ভাবি তোমায়, মা, তোমায়, এ মন কেঁদে ওঠে
অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে চিঠির পাতায়
স্নেহের আঁচল ছড়িয়ে দিয়েছো সারাদেহে, এই হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে
মা, তুমি কত আদরের, আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার
♪
এখনো কি তুমি আমায়, বাবা, বকো মনে মনে?
সেই স্মৃতি আজ হারাই কাছে, না পেয়ে তোমায়
স্নেহ, আদর ছড়িয়ে দিয়েছো সারাদেহে, এই হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে
মা, তুমি কত আদরের, আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার
মা গো, মা গো, মা গো (মা, তুমি কত আদরের, আজ বুঝি)
আজ হারাই কাছে, না পেয়ে তোমাদের আমি (দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি)
বাবা, বাবা, বাবা (বাবা, তুমি কেমন আছো? আজ লিখি সবকিছুই)
আজ হারাই কাছে, না পেয়ে তোমাদের আমি (স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার)
Поcмотреть все песни артиста