এ জীবন বেঁচে থাকার মানে নেই আজ আমার তুমি নেই পাশে নেই, ভুল তোমারই ভুল বোঝার এ জীবন বেঁচে থাকার মানে নেই আজ আমার তুমি নেই পাশে নেই, ভুল তোমারই ভুল বোঝার আমি নষ্ট হয়েছি, তাই কষ্ট পেয়ে তুমিও চলে গেলে একবার ভাবলে না নষ্ট হয়েছি আমি তোমারই কারণে আমি নষ্ট হয়েছি, তাই কষ্ট পেয়ে তুমিও চলে গেলে একবার ভাবলে না নষ্ট হয়েছি আমি তোমারই কারণে ♪ আবেগী স্বপ্ন তাই খুঁজে ফিরি যেদিকে তাকাই শুধু তুমি পুরোনো স্মৃতির মাঝে আজও আমি একাকীত্বে বেঁচে আছি আমারই স্বপ্নের মাঝে আজও বিচরণ করো তুমি কোনোদিন পাবো না তো আমি জানি মায়াময় অহংকারী নীরবে অভিমান নিয়ে একাকী আমি নষ্ট হয়েছি, তাই কষ্ট পেয়ে তুমিও চলে গেলে একবার ভাবলে না নষ্ট হয়েছি আমি তোমারই কারণে আমি নষ্ট হয়েছি, তাই কষ্ট পেয়ে তুমিও চলে গেলে একবার ভাবলে না নষ্ট হয়েছি আমি তোমারই কারণে ♪ ভুল বুঝে অভিমান নিয়ে কেন যে দূরে সরে আছো তুমি মুক্তি চাই এই কষ্ট থেকে অন্য জগৎ আজ ডাকে এই আমায় আমি নষ্ট হয়েছি, তাই কষ্ট পেয়ে তুমিও চলে গেলে একবার ভাবলে না নষ্ট হয়েছি আমি তোমারই কারণে আমি নষ্ট হয়েছি, তাই কষ্ট পেয়ে তুমিও চলে গেলে একবার ভাবলে না নষ্ট হয়েছি আমি তোমারই কারণে