Kishore Kumar Hits

Subconscious - Shada Ghora şarkı sözleri

Sanatçı: Subconscious

albüm: Shada Ghora


যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয়
একটু আলো-ছায়া, মোহ-মায়া, বোধদয়
স্বপ্ন আকাশ ধূসর ক্যানভাসে
এলোমেলো অগোছালো খুঁজে তোমায়
কখনো আমি শূন্য নীলে যাই
তখনও আবছা অন্ধকারে তাই
যখনই নীহারিকা হও কী তুমি
পেয়ে আলোতে হারাই
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রংধনু রং মেলে সাতরং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়

যদি হীরামন মনটা দুঃখী করে রয় (মনটা দুঃখী করে রয়)
কার অরণ্য মনে অভিমানী অভিনয় (অভিমানী অভিনয়)
ময়ূরকণ্ঠী নীল আকাশে (নীল আকাশে)
কাজল চোখের ভাষা মিশে জোছনায়
আবারও পড়েছি প্রেমে, সেধে গেছি হায়
তোমাকে ইমনের কোনো octave-এ সাজাই
অচেনা বুনো পাহাড়ি ফুল কী তুমি
রোদের আদরে হারাই
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রংধনু রং মেলে সাতরং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়

আমি মেঘদলে, মহাকাল অবুঝ মায়াজালে
একটু-আধটু রংধনুতে ভিজে রংতুলিতে
গহীনে শব্দজাল, ভাবনাতে কবিয়াল
তুমি আমি, আমি তুমি কোরাসে
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রংধনু রং মেলে সাতরং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রংধনু রং মেলে কবিতা রূপকথায়
ভিনগ্রহে, ও, ভিনগ্রহে নিরুপায়

যদি সাদা ঘোড়া-

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar