মুখোমুখি... দূরে চলে যেতে যেতে একবার হঠাৎ কখনো দেখা হয়ে যায়, চুপ! কিছু না পাওয়ার মিছে ভূমি কার? ছায়ায় ঘনায় বেলা ফুরিয়েছে আজ মুঠোয় যে টুকরো তোর... কি ছিল কি হবে ভাবতে চাই না এগোনো ছাড়া তো পথ নেই রাস্তায় ♪ কত কথা এমনি গেছে জমে টুকটাক অচেনা অমন ফিরে আসে আহ্লাদে চশমার কাঁচে প্রশ্নের ধুলোবালি কি খোঁজে কি চায় জানি না পাশাপাশি তবু আলাদাই হাঁটা কারো নাম নেই কান্নার অভিধানে কী ছিল কী হবে ভাবতে চাই না এগোনো ছাড়া তো পথ নেই রাস্তায়... ♪ মুখোমুখি, দূরে চলে যেতে আবছাওনি সাথে চাওনি বিনিময়ে কিছু না চাওয়ার মিছে ভূমিকার ছায়ায় ঘনায় বেলা ফুরিয়েছে আজ মুঠোয় যে টুকরো তোর... ♪ কি ছিল কি হবে ভাবতে চাই না ♪ এগোনো ছাড়া তো পথ নেই রাস্তায়... রাস্তায়...