কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে ♪ রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে রাজার পথে লোক ছুটেছে, বেচাকেনার হাঁক উঠেছে আমার ছুটি অবেলাতেই দিনদুপুরে মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তাই কেই বা জানে কোলাহল তো বারণ হল ♪ মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে মন্দ-ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে অলস-বেলায় খেলার সাথি এবার আমার হৃদয় টানে বিনা-কাজের ডাক পড়েছে কেন যে তাই কেই বা জানে কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে