Kishore Kumar Hits

Ramkanai Das - Prem Kore Je Payni Byatha - Original şarkı sözleri

Sanatçı: Ramkanai Das

albüm: Prem Kore Je Payni Byatha (Original)


প্রেম করে যে পায়নি ব্যথা
প্রেম করে যে পায়নি ব্যথা, সয়নি অপমান
প্রেম কি আর
প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
প্রেম করে যে পায়নি ব্যথা
প্রেম করে যে পায়নি ব্যথা, সয়নি অপমান
প্রেম কি আর
প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম

সহজ ভাষা, ভালোবাসা নাই রে সবার জানা
কোথায় শুরু, শেষ যে কোথায়, কে জানে ঠিকানা
বন্ধু, কে জানে ঠিকানা

সহজ ভাষা, ভালোবাসা নাই রে সবার জানা
কোথায় শুরু, শেষ যে কোথায়, কে জানে ঠিকানা
বন্ধু, কে জানে ঠিকানা
চোখ মুছিলে জল মোছে না
চোখ মুছিলে জল মোছে না, হয় না অবসান
প্রেম কি আর
প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম

সাজুর ব্যথার নকশি কাঁথা, রুপাই মিয়ার বাঁশি
দু'টি হিয়া জাল বুনিয়া রয় সে পাশাপাশি
বন্ধু, রয় সে পাশাপাশি

সাজুর ব্যথার নকশি কাঁথা, রুপাই মিয়ার বাঁশি
দু'টি হিয়া জাল বুনিয়া রয় সে পাশাপাশি
বন্ধু, রয় সে পাশাপাশি
তাজমহলের অমল হাসি
তাজমহলের অমল হাসি মরমি শাজাহান
প্রেম কি আর
প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
প্রেম করে যে পায়নি ব্যথা
প্রেম করে যে পায়নি ব্যথা, সয়নি অপমান
প্রেম কি আর
প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম
বন্ধু, প্রেম কি আর তার কাছে পায় কোনো দাম

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar