শুধু ইচ্ছে করে
ওই আধো নীল চোখে তাকিয়ে
তোমাকে নিয়ে হারাই
সবুজের প্রান্ত ছাড়িয়ে
শুধু ইচ্ছে করে
ওই আধো নীল চোখে তাকিয়ে
তোমাকে নিয়ে হারাই
সবুজের প্রান্ত পেরিয়ে
জীবনের কাছে ব্যস্ত এ কোলাহল ছেড়ে
তারার কস্ট নিয়ে
নিথর এই রাতটা দাঁড়িয়ে
অপূর্ণ চাঁদ নিশ্চুপে ডাকছে হাতছানি দিয়ে
সাগরের পানে আছ তুমি হাত বাড়িয়ে
হো...
শুধু ইচ্ছে করে
ওই আধো নীল চোখে তাকিয়ে
তোমাকে নিয়ে হারাই
সবুজের প্রান্ত পেড়িয়ে
একা নিহারিকা যেন
অপলক আছে তাকিয়ে
ছায়াপথ কেন যেন
পালিয়েছে দূরে গিয়ে
মৌন পাহাড় নিশ্চুপ একা দাঁড়িয়ে
তারার কস্ট নিয়ে
নিথর এই রাতটা দাঁড়িয়ে
অপূর্ণ চাঁদ নিশ্চুপে ডাকছে হাতছানি দিয়ে
সাগরের পানে আছ তুমি হাত বাড়িয়ে
হো...
শুধু ইচ্ছে করে
ওই আধো নীল চোখে তাকিয়ে
তোমাকে নিয়ে হারাই
সবুজের প্রান্ত পেড়িয়ে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri