আমি দেখতে এসেছি মাগো তোমার কবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর এত কাছে এসেও পারি না নিতে তোমার খবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর ♪ কতজনে ডাকে আমায়, কত কথা বলে তোমার মতো দরদি, মা, একজনও না মেলে কতজনে ডাকে আমায়, কত কথা বলে তোমার মতো দরদি, মা, একজনও না মেলে আমার নাই রে সুখ, নাই রে শান্তি নাই রে সুখ, নাই রে শান্তি তোমার মতো কেউ করে না একটুও আদর আমায় তোমার মতো কেউ করে না একটুও আদর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর ♪ জানি না, মা, কেমন আছো দূর-বহুদূরে সুখে কি, মা, দুঃখে আছো মাটির ওই কবরে জানি না, মা, কেমন আছো দূর-বহুদূরে সুখে কি, মা, দুঃখে আছো মাটির ওই কবরে ও মা, নাই বিছানা, নাই রে বালিশ নাই বিছানা, নাই রে বালিশ কেমন করে থাকবে মাগো জনম-জনম ভর হায়রে, কেমন করে থাকবে মাগো জনম-জনম ভর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর এত কাছে এসেও পারি না নিতে তোমার খবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর আমি দেখতে এসেছি মাগো তোমার কবর