প্রতি রাতেই বন্ধি ছায়া ছায়া সন্ধি
বন্ধ মনে অন্ধ ক্রীতদাস হাসে
চুপি সারে হয়তো এলোমেলো মুহূর্ত
উড়েছে কালো স্মৃতির মেঘ চারপাশে
শুন্য বুকে রাত্রি জমাট
আধার ঘরে আসছে ঘিরে
অভিশাপ আর মিথ্যে আশায়
অনার খুজি হাতরে ফিরে
ওওওওওওও
দিশেহারা রাত যাপন
ওওওওওও
আমাকে ভাবায় স্বপন
ওওওওও
আধারে ডাকে চলো
বন্ধ মনে অন্ধ আজ পালাবো কোথায় বলো
তবু কোথাও ডাকছে মন পথ হারাচ্ছে
আসছে আলো আধার যায় মিশে
প্রতি রাতেই বার বার
ভাংচুর আর তোলপাড়
তবু বন্ধ মনে অন্ধ ক্রীতদাস হাসে
শুন্য বুকে রাত্রি জমাট
আধার ঘরে আসছে ঘিরে
অভিশাপ আর মিথ্যে আশায়
অনার খুজি হাতরে ফিরে
ওওওওওওও
দিশেহারা রাত যাপন
ওওওওওও
আমাকে ভাবায় স্বপন
ওওওওও
আধারে ডাকে চলো
বন্ধ মনে অন্ধ আজ পালাবো কোথায় বলো
বন্ধ মনে অন্ধ আজ পালাবো কোথায় বলো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri