Kishore Kumar Hits

Dr. Chitralekha Chowdhury - E Pare Mukhar Holo Keka Oi şarkı sözleri

Sanatçı: Dr. Chitralekha Chowdhury

albüm: Aanandadhara Bohichhey Bhubaney (Rabindra Sangeet - Vol-2)


এ পারে মুখর হল কেকা ওই
কেকা...
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
এক কহে, আর-একটি একা কই
একা...
শুভযোগে কবে হব দুঁহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
ঋতুর দু'ধারে থাকে দু'জনে
মেলে না যে কাকলি ও কূজনে
ঋতুর দু'ধারে থাকে দু'জনে
মেলে না যে কাকলি ও কূজনে
আকাশের প্রাণ করে হূহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar