বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারে
নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা
নিত্য নৃত্যরসভঙ্গিমা
নববসন্তে নব আনন্দ, উৎসব নব
অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে
শুনি রে, শুনি মর্মর পল্লবপুঞ্জে
পিককূজন পুষ্পবনে বিজনে
তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে
কলগীত সুললিত বাজে
তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে
পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা
দিকে দিকে তব বাণী, নব নব তব গাথা, অবিরল রসধারা
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri