Kishore Kumar Hits

Dr. Chitralekha Chowdhury - Megher Pare Megh Jomechhe şarkı sözleri

Sanatçı: Dr. Chitralekha Chowdhury

albüm: Barsha Mangal


মেঘের 'পরে মেঘ জমেছে
আঁধার করে আসে
মেঘের 'পরে মেঘ জমেছে
আঁধার করে আসে
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে
মেঘের 'পরে মেঘ জমেছে
আঁধার করে আসে

কাজের দিনে নানা কাজে
থাকি নানা লোকের মাঝে
কাজের দিনে নানা কাজে
থাকি নানা লোকের মাঝে
আজ আমি যে বসে আছি
তোমারি আশ্বাসে
মেঘের 'পরে মেঘ জমেছে
আঁধার করে আসে

তুমি যদি না দেখা দাও
কর আমায় হেলা
কেমন করে কাটে আমার
এমন বাদল-বেলা
তুমি যদি না দেখা দাও
কর আমায় হেলা
কেমন করে কাটে আমার
এমন বাদল-বেলা
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি
দূরের পানে মেলে আঁখি
কেবল আমি চেয়ে থাকি
পরান আমার কেঁদে বেড়ায়
দুরন্ত বাতাসে
মেঘের 'পরে মেঘ জমেছে
আঁধার করে আসে
আমায় কেন বসিয়ে রাখ
একা দ্বারের পাশে
মেঘের 'পরে মেঘ জমেছে
আঁধার করে আসে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar