Kishore Kumar Hits

Dr. Chitralekha Chowdhury - Oi Ki Eley Aakash Pare şarkı sözleri

Sanatçı: Dr. Chitralekha Chowdhury

albüm: Jakhan Parbe Na Mor Payer Chinha


ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
ওই কি এলে আকাশপারে

মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো
আমায় নাচিয়ে দিয়ো দিয়ো
ওই কি এলে আকাশপারে

মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও
ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো
আমায় নাচিয়ে দিয়ো দিয়ো
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
চিত্তে আমার লাগল তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
তোমার ছায়ার উত্তরীয়
ওই কি এলে আকাশপারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar