Kishore Kumar Hits

Dr. Chitralekha Chowdhury - Bhara Thak Smritisudhay şarkı sözleri

Sanatçı: Dr. Chitralekha Chowdhury

albüm: Krishnakoli Aami Tarei Boli


ভরা থাক, ভরা থাক
স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক, ভরা থাক
স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক, ভরা থাক
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি
ভরা থাক, ভরা থাক
স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক, ভরা থাক

বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
ভরা থাক, ভরা থাক

যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা
যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা
সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
সারাদিন সঙ্গোপণে সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি
ভরা থাক, ভরা থাক
স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক, ভরা থাক

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar