মহাসাগরের নামহীন কূলে
হতভাগাদের বন্দরটিতে, ভাই
জগতের যত ভাঙা জাহাজের ভিড়
মহাসাগরের নামহীন কূলে
হতভাগাদের বন্দরটিতে, ভাই
জগতের যত ভাঙা জাহাজের ভিড়
মাল বয়ে বয়ে ঘা'ল হল যারা
মাল বয়ে বয়ে ঘা'ল হল যারা
আর যাহাদের মাস্তুল চৌচির
আর যাহাদের পাল পুড়ে গেল
বুকের আগুনে, ভাই, পাল পুড়ে গেল
সব জাহাজের সেই আশ্রয় নীড়
♪
কুলহীন যত কালাপানি মথি
লোনা জলে ডুবে নেয়
ডুবো পাহাড়ের গুঁতো গিলে আর
ঝড়ের ঝাঁকুনি খেয়ে
যত হয়রান লবেজান তরী
বরখাস্ত হল, ভাই, লবেজান তরী
পাঁজরায় খেয়ে চিড়
♪
দুনিয়ার কড়া চৌকিদারি যে ভাই
হুঁশিয়ার সদাগরি
হালে যার পানি মিলে নাকো আর
তারে যেতে হবে চুপে সরি
কোমরের জোর কমে গেল যার, ভাই
ঘুণ ধরে গেল কাঠে
আর যার কলজেটা গেল ফেটে
মহাসাগরের নামহীন কূলে
হতভাগাদের বন্দরটিতে, ভাই
সেইসব যত ভাঙা জাহাজের ভিড়
সেইসব যত ভাঙা জাহাজের ভিড়
সেইসব যত ভাঙা জাহাজের ভিড়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri