জানালাটা রাখবে খুলে
করো নাকো বন্ধ
নইলে জেনো চোখ থাকলেও
হতে হবে অন্ধ
জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে নীল আকাশ
তার বুকুতে মেঘের আসর
উড়বে তোমার মনের আশ
জানালাটা রাখবে খুলে
♪
জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে নানা গাছ
তার ডালেতে দোয়েল কোয়েল
কাঠবেড়ালের দুষ্ট নাচ
জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে
দেখতে পাবে দীঘির জল
তার বুকেতে পদ্মসাগর
ভীড় করেছে বকের দল
জানালাটা রাখবে খুলে
♪
জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে রাস্তাঘাট
কত রকম চলছে গাড়ি
মুখর সকল দোকানপাট
জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে
দেখেতে পাবে কারখানা
সারাটা দিন মজুর খাটে
হবে তা ঠিক জানা
জানালাটা রাখবে খুলে
♪
জানালাটা রাখবে খুলে
দেখবে মাঠে ধানের শীষ
কিষাণ ভাইদের চিনে নিও
খাটে তারা অহর্নিশ
জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে
দেখেবে কত হৃদয়হীন
শোষণ-পীড়ন করে যারা
ভোগ-বিলাসে কাটায় দিন
জানালাটা রাখবে খুলে
♪
জানালাটা রাখবে খুলে
দেখেবে তোমার চারপাশে আছে
কতই ভালো মানুষজন
লড়াই করে যারা বাঁচে
জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে
জানালাটা রাখবে খুলে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri