Kishore Kumar Hits

Purabi Mukherjee - Ei Monihaar Aamay Nahi şarkı sözleri

Sanatçı: Purabi Mukherjee

albüm: Eka Robi Thakur, Vol. 07


এ মণিহার আমায় নাহি সাজে
এ মণিহার আমায় নাহি সাজে
এরে পরতে গেলে লাগে
এরে ছিঁড়তে গেলে বাজে
এ মণিহার আমায় নাহি সাজে

কণ্ঠ যে রোধ করে
সুর তো নাহি সরে
কণ্ঠ যে রোধ করে
সুর তো নাহি সরে
ওইদিকে যে মন পরে রয়
মন লাগে না কাজে
এ মণিহার আমায় নাহি সাজে

তাই তো বসে আছি
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি
তাই তো বসে আছি
এ হার তোমায় পরাই যদি
তবেই আমি বাঁচি
তাই তো বসে আছি
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে
এ মণিহার আমায় নাহি সাজে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar