সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত
নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
♪
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে-
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
♪
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে-
জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে
ঘেরি তোরে নিত্য রাজে সেই অভয়-আশ্রয়
তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার
সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
সতত হায় ভাবনা শত শত
নিয়ত ভীত পীড়িত
শির নত কত অপমানে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
সুখহীন নিশিদিন পরাধীন হয়ে
ভ্রমিছ দীনপ্রাণে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri