Kishore Kumar Hits

Ashoketaru Banerjee - Saghana Gahana Raatri şarkı sözleri

Sanatçı: Ashoketaru Banerjee

albüm: Mor Bhaabanaarey Ki Haowa


সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা
অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা
সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা
চেয়ে থাকি যে শূন্যে অন্যমনে
সেথায় বিরহিণীর অশ্রু
হরণ করেছে ওই তারা
সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা
অশত্থপল্লবে বৃষ্টি ঝরিয়া
মর্মরশব্দে
নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া
মর্মরশব্দে
মায়ালোক হতে ছায়াতরণী
ভাসায় স্বপ্নপারাবারে
নাহি তার কিনারা
সঘন গহন রাত্রি
ঝরিছে শ্রাবণধারা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar