Ashoketaru Banerjee - Hey Madhabi Dhwida Keno şarkı sözleri
Sanatçı:
Ashoketaru Banerjee
albüm: Hey Madhabi Dhwida Keno
হে মাধবী, দ্বিধা কেন?
আসিবে কি ফিরিবে কি, দ্বিধা কেন?
হে মাধবী, ভীরু মাধবী, তোমার দ্বিধা কেন?
আঙিনাতে বাহিরিতে মন কেন গো তোমার
মন কেন গেল ঠেকি?
দ্বিধা কেন?
হে মাধবী, ভীরু মাধবী, তোমার দ্বিধা কেন?
বাতাসে লুকায়ে থেকে কে?
কে যে তোরে গেছে ডেকে, কে?
বাতাসে লুকায়ে থেকে কে?
কে যে তোরে গেছে ডেকে, কে?
পাতায় পাতায় তোরে পত্র সে যে গো তোরে
পত্র সে যে গেছে লেখি
দ্বিধা কেন?
হে মাধবী, ভীরু মাধবী, তোমার দ্বিধা কেন?
কখন দখিন হতে কে দিল
দুয়ার ঠেলি তোমার, কে?
চমকি উঠিল জাগি
চামেলি নয়ন মেলি, কে?
বকুল পেয়েছে ছাড়া
করবী দিয়েছে সাড়া
বকুল পেয়েছে ছাড়া
করবী দিয়েছে সাড়া
শিরীষ শিহরি উঠে দূর হতে
দূর হতে কারে দেখি
দ্বিধা কেন?
হে মাধবী, ভীরু মাধবী, তোমার দ্বিধা কেন?
হে মাধবী, ভীরু মাধবী, তোমার দ্বিধা কেন?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri