পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোঁটার দল সুরে সুরে ধায় কৈশোরের বীণে শীতের সকালে খালি পায়ে হেঁটে চলা এ কী আনন্দে একা একা কথা বলা সব কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোঁটার দল সুরে সুরে ধায় কৈশোরের বীণে এই যে বেদনা অশ্রুসিক্ত জল ভীড় করে মনে মন খারাপের দল এই যে বেদনা অশ্রুসিক্ত জল ভীড় করে মনে মন খারাপের দল পাশ ফিরে দেখি নাটাই সুতো নিয়ে মাঠে প্রান্তরে এগারোর কোলাহল ভাবনারা করে অতীতের ঘরে খেলা সব কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোঁটার দল সুরে সুরে ধায় কৈশোরের বীণে চোর-পুলিশ আর কানামাছির ঐ খেলা দ্রোহের আগুনে পুড়ে করে অবহেলা কলমের কালি ফুরিয়েছে সে তো কবেই উইপোকা খেলো কাগজের শলাকলা ভাবনারা করে অতীতের ঘরে খেলা সব কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোঁটার দল সুরে সুরে ধায় কৈশোরের বীণে শীতের সকালে খালি পায়ে হেঁটে চলা এ কী আনন্দে একা একা কথা বলা সব কিছু খেলো সময়ের কফিনে পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে কুড়ে কুড়ে খায় শৈশবের ঋণে ঘাসে জমে থাকা শিশির ফোঁটার দল সুরে সুরে ধায় কৈশোরের বীণে