ডেকে নেবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও
হায়াতের দিন ফুরালে
খাতেমা ঈমান মোরে দিও
খাতেমা ঈমান মোরে দিও
ও আল্লাহ, আল্লাহ
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপী, মরি ধুঁকে ধুঁকে
তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপী, মরি ধুঁকে ধুঁকে
পরিণতি হবে কী চলে গেলে দম
মালাকুল মউত আমার আসবে যখন
তখন তোমার রহমের হাত বাড়িয়ো
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
দু'হাতে কেড়েছি হক কত মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের
দু'হাতে কেড়েছি হক কতো মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের
মানিনি তো তোমারে, থেকেছি বিমুখ
জবাবের ভয় বুকে কাঁপে ধুক ধুক
দয়াল মাবুদ, মরণে কৃপা রাখিয়ো
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
(কালেমা নসিবে মোর দিও)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri