চিতল মাছের মুইঠা, গরম ভাতে দুইটা, ভুইলা বাঙ্গালী খায়, চিনা জাপানি, লুইটা পুইটা।। কলাই ডালের বড়ি, শুক্তনি চর্চরী ভুইলা বাঙালী খায় মোগলাই মাদ্রাসি ভূরি ভূরি হায় বাঙালি হায় তুই আর বাঙালী নাই তোর চলন বলন কথার ধরন নিজের মত নাই ও তুই আর বাঙালী নাই। কণ্ঠে তে সুর নাই শুধু কাই কাই কাই ওই কাকের মত কাউয়া রবে গায়ক পাগল শ্রোতা ও পাগল আর কানে কান নাই একতারা আর নাই পপ্পা গীটার বগল দাইব্বা ভুইলা বাঙালী গায় পাইয়া আইও রাবা রাব্বা হায় বাঙালী হায় তুই আর বাঙালী নাই তোর চলন বলন কথার ধরন নিজের মত নাই ও তুই আর বাঙালী নাই হায় বাঙালি হায় তুই আর বাঙালী নাই তোর চলন বলন কথার ধরন নিজের মত নাই ও তুই আর বাঙালী নাই। কাপড় কম পরেছে ভাই তাই শাড়ির আঁচল নাই স্কার্ট সালোয়ার হলটার টপস বঙ্গ ললনার অঙ্গে তাই পেয়েছে ঠাঁই হট্ট মেলার দেশ এই কি রে তোর বেশ নাই কিছু নাই চাদর গায়ে উপর নীচে ডাইনে বাঁয়ে নাই বাঙ্গালীর রেশ হায় বাঙালী হায় তুই আর বাঙালী নাই তোর চলন বলন কথার ধরন নিজের মত নাই ও তুই আর বাঙালী নাই হায় বাঙালি হায় তুই আর বাঙালী নাই তোর চলন বলন কথার ধরন নিজের মত নাই ও তুই আর বাঙালী নাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।