Aye, yo It's your boy Skibkhan on the mic LMG beats Yo, yo, yo Once upon a time ছিলো এক রাজা, নাম তার আকবর বলি সেই রাজার গল্প, একা রাজ করতো ভারতীয় উপমহাদেশ প্রায় পুরোটা বলি তার সাহসের পরিচয় তার নাম শুনলেই শত্রুর বুকে ভয় যদি সে আগাতো শত্রুরা পালাতো হারিয়ে যেত সুন্দর এক জঙ্গলে পড়তো ডোরাকাটা বাঘের খপ্পরে বাবা বাঘ মনে কী? প্রশ্ন করে! অবাক দৃষ্টিতে তাকায় বড় চোখ করে বলো কী উত্তর তুমি দিবে ওকে? তোমার mobile phone কে charge দেয়ার জন্যে Power bank- এর অজুহাত ধরে হারাবো দেশের ঐতিহ্য নাই কেন মঞ্চ? কই গেলো গণ জাগরণ সব ভন্ড কেন মোরা অন্ধ আগামী চার দেয়ালে বাঁচে জীবন তোমার থাকতে সময় আবার পথে নামি তাকে বাঁচাতে কেন যে হাহাকার আজ মানবো না কোনো বাধা ভাঙবো না কোনো গাড়ি আগুন জ্বলবেনা, আবেগে পুড়বে জাতি বাঘ, পাখি শুষুক, ফুল-ফল, হরিণ, হাতি শোনো ও মহাশয়, জঙ্গলে জলাশয় ওপর দিয়ে বইবে জাহাজে কয়লা বলো, কার চেতনায় ময়লা? বলছি না থামাতে, বলছি সরাতে এক বার হারালে পারবেনা ফেরাতে বর্ডারে গুলিতে বাধঁ গড়ে নদীতে খরা আর বন্যার কল ধরে দাঁড়িয়ে প্রতিবেশী ছদ্মবেশ-টাকে সরিয়ে Facebook, Twitter-এ School, college, uni-তে অফিস আর আদালতে, চিপা গলি, রাজপথে Bus stand, লঞ্চঘাটে বাঙালি একসাথে ভেবো না আজ মোর করা আবদার বলো, বীর, "আজ থামাবো রামপাল" কেন মোরা অন্ধ আগামী চার দেয়ালে বাঁচে জীবন তোমার থাকতে সময় আবার পথে নামি তাকে বাঁচাতে কেন যে হাহাকার কেন মোরা অন্ধ আগামী চার দেয়ালে বাঁচে জীবন তোমার থাকতে সময় আবার পথে নামি তাকে বাঁচাতে কেন যে হাহাকার কই সব বাঘের বাচ্চা? বাংলার বাঘ তোরা কই সব আজ? বাঁচাবো বাঘের বাচ্চাদের আছে সুন্দরবন, প্রয়োজন কিছু সুন্দর মন কই সব বাঘের বাচ্চা? বাংলার বাঘ তোরা কই সব আজ? বাঁচাবো বাঘের বাচ্চাদের আছে সুন্দরবন, প্রয়োজন কিছু সুন্দর মন কই সব বাঘের বাচ্চা? কই সব বাঘের বাচ্চা? কই সব বাঘের বাচ্চা? কই সব বাঘের বাচ্চা? আছে সুন্দরবন, প্রয়োজন কিছু সুন্দর মন