Islamic Band - Ana Deifak Ya Rasoul Allah şarkı sözleri
Sanatçı:
Islamic Band
albüm: Marrit Senin
♣ডুবে যাই সূর্য সন্ধ্যা নামে, হাই আমার আসগার কোথায় গেলে।(২বার)
কেঁদে কেঁদে ডাকে বানু, মনো জলে,
হাই আমার আসগার কোথায় গেলে।(ঐ)
♣রাত ও অন্ধকার, নিস্তব্ধ নিঝুম, খুজি কোথা তোমাই হে চাঁদ বদন।(২বার)
কেঁদে কেঁদে ডাকে মা দীপো জেলে,
হাই আমার আসগার কোথাই গেলে। (ঐ)
♣কোন বনে হারিয়ে গেছো তুমি, খালি দোলা দেই দোল, বেটা আমি।(২বার)
কাকে দোলাবে আর আম্মা তোমার,
হাই আমার আসগার, কোথায় গেলে। (ঐ)
♣জবাব দে আমাই, এই হুরমুলা, কেনো কাটিলিরে তুই বাচ্চারি গলা।(২বার)
রক্তে ডুবে যাই ফুলেরো কোলি,
হাই আমার আসগার কোথায় গেলে।(ঐ)
♣হে কারবালা তুমি এতো বলো, হারালো কোথায় হাই লাল আমার।(২বার)
কেঁদে কেঁদে খোজে মা মনো জলে,
হাই আমার আসগার কোথায় গেলে।(ঐ)
♣বিপদের মাঝে যে আছি মোরা, মুসকিল আসান করো হে খোদা,
তুমি বলে দাও ওগো মাওলা আলী,
হাই আমার আসগার কোথায় গেলে।(ঐ)।
।।।" সমাপ্ত "।।।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri